মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ নড়াইল জেলা হতে মাদককে জিরো টলারেন্সে আনার নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার) নড়াইল মহোদয়, এরই ধারাবাহিকতায় নড়াইল জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
১৬ সেপ্টেম্বর, ২০২১খ্রিঃ তারিখ রাত ০৯:২০ ঘটিকায় লোহাগড়া থানা পুলিশ জয়পুর ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গোপন তথ্যের ভিত্তিতে জনাব শেখ আবু হেনা মিলন, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা এর নির্দেশনায় জনাব হরিদাস রায়, পুলিশ পরিদর্শক(তদন্ত), লোহাগড়া থানা’র নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে লোহাগড়া থানাধীন জয়পুর ইউনিয়নের সিডি বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক (গাঁজা) বিক্রয় করার সময়
১। মোঃ জাকারিয়া (২৫), পিতা-মোকাদ্দেশ মোল্যা, সাং-দাদপুর, থানা-বাঘার পাড়া, জেলা-যশোর ২। মোঃ সোহাগ মোল্যা, পিতা- মোবারক মোল্যা, সাং- পারছাত্রা, থানা-লোহাগড়া, জেলা- নড়াইলদ্বয়কে গ্রেফতার করিয়া উভয়ের নিকট হতে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
আসামিদের থানা হাজতে রাখা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। লোহাগড়া থানা ও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
খুলনা টিভি /khulnatv