বাগেরহাট হতে জালিয়াতি চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

বাগেরহাট হতে জালিয়াতি চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

বাংলাদেশ

খুলনা টিভি ডেস্ক : র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে বাগেরহাট, রামপাল থানাধীন উজলকুড় এলাকায় একজন জালিয়াতি চক্রের সন্ধান পায়, যে বিভিন্ন সরকারী অফিসের সীলমোহর নকল করে প্রতারনার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এরুপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, লবনচরা, খুলনার একটি চৌকষ আভিযানিক দল উক্ত ব্যক্তি’কে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর ২০২১ তারিখ ০৩.১০ ঘটিকার সময় র্যাাব-৬ সদর কোম্পানীর একটি আভিযানিক দল বাগেরহাটের রামপাল থানাধীন উজলকুড় ফকিরবাড়ী হতে আসামী ১। এস এম আবু জাফর (৫৪), পিতা-মোঃ এবাদ আলী শেখ, সাং-উজলকুড়, ডাকঘর-বাবুরহাট, থানা-রামপাল, জেলা-বাগেরহাট’কে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখ হতে গ্রেফতারকৃত আসামীর দখল হতে ১। বিভিন্ন সরকারী অফিসের সীলমোহর- ২৪টি, ২। সীলপ্যাড- ০২টি, ৩। ০৫ টাকার ফাঁকা ষ্ট্যাম্প- ০১টি, ৪। ১০ টাকার ফাঁকা ষ্ট্যাম্প- ১৪টি, ৫। ২৫ টাকার ফাঁকা ষ্ট্যাম্প- ০৫টি, ৬। ৫০ টাকার ফাঁকা ষ্ট্যাম্প- ০২টি, ৭। ১০০ টাকার ফাঁকা ষ্ট্যাম্প- ০১টি, ৮। ০১ টাকার কোর্ট ফি ষ্ট্যাম্প- ৯০টি, ৯। এস এ খতিয়ান এর কপি- ০৮টি, ১০। আরএস খতিয়ানের কপি-০৪টি, ১১। জমির বিভিন্ন দলিলপত্র- ৫০ পাতা, ১২। নগদ – ৮২০/- (আটশত বিশ) টাকা, ১৩। মোবাইল ফোন-০১টি, ১৪। সীমকার্ড-০২টি, ১৫। মেমোরীকার্ড-০১টি, ১৬। ব্যবহৃত হাতঘড়ি-০১টি সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা টিভি

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.