তেরখাদা প্রতিনিধিঃ আজ বুধবার দুপুর ১২ টার দিকে ভুতিয়ার বিলের জলাবদ্ধতা নিরসন করে পতিত জমি আবাদযোগ্য করতে কৃষি মন্ত্রণালয়ের সংস্থাসমূহের সমন্বিত উদ্যোগ গ্রহণের নিমিত্তে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট কৃষকদের সাথে মতবিনিময় সভা কড়রিয়া উত্তরপাড়া পূজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ- পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন নির্বাহী প্রকৌশলী বিএডিসি মোঃ জামাল ফারুক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হারুনর রশীদ অতিরিক্ত পরিচালক মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)ডিএই খুলনা মোঃ মোসাদ্দেক হোসেন,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, প্রজেক্ট ডিরেক্টর ক্লাইমেট স্মার্ট শেখ ফজলুল হক মনি, পানি উন্নয়ন বোর্ডের ডিভিশনাল ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি,সাইন্টিফিক অফিসার আমানত উল্লাহ রাজু।