আব্দুস সালাম,কেশবপুর, যশোর : যশোরের কেশবপুরে মধু সড়ক আন্দোলন পরিষদের আয়োজনে (২৪ নভেম্বর) রোববার বিকেলে দেউলি বাজার সংলগ্ন মহাকবি মাইকেল মধুসূধন দত্ত সড়ক (কেশবপুর-সাগরদাঁড়ী) সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে।
মধু সড়কের সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন মধু সড়ক আন্দোলন পরিষদের কনভেনর মফিজুর রহমান নান্নু ও সদস্য সচিব মনিরুজ্জামান। এসময় আরও বক্তব্য রাখেন খেলাঘর আসরের জাতীয় পরিষদের সদস্য আব্দুল মজিদ (বড়ভাই) ইউপি সদস্য মোহাম্মাদ আলী, আব্দুস সলাম, সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম, মাসুম বিল্লাহপ্রমূখ। বক্তারা অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
khulnatv