খুলনা মহানগরীর সদর থানাধীন শেরে বাংলা রোডস্থ হাজী বাড়ি মসজিদের সামনে নামঃ মোঃ আবু সাহেব (৫৫) পিতাঃ মোঃ শেখ আফতাব উদ্দিন, সাং- ১০০/৩ হাজি বাড়ি শেরে বাংলা রোড থানাঃ+জেলাঃ খুলনা সদর তার সাথে থাকা ফুফাতো ভাই সহ মোঃ মাহাতাব হোসেন (৫৬) পিতাঃ ইসাহাক মিয়া, সাং- বড় বয়রা থানাঃ খালিশপুর, জেলাঃ খুলনা।
জুম্মার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আগে থেকে ওত পেতে থাকা আসামী নামঃ একলাস আলী মোহন (৪৬) পিতাঃ মৃত- মোহাম্মদ আলী, সাং- ১০০/৩ হাজি বাড়ি শেরে বাংলা রোড খুলনা সদর সহ ৫/৬ জন অজ্ঞাত নামা ব্যক্তিরা মিলে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আবু সাহেবকে মাথার পেছনে / পিঠের পেছনে মাঝখানে কোপ দেয় এবং ফুফাতো ভাই মাহাতাব কে ডান গালে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে বাড়ির আত্মীয় স্বজন খবর পেয়ে তাদেরকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার পূর্বক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ১৪:৪০ ঘটিকায় সার্জারী-২ বিভাগের (১১/১২) ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে উক্ত ০২জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে খুলনা সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।