বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ব সময়সীমা ২০৩১ সাল_khulnatv

বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ব সময়সীমা ২০৩১ সাল

বাংলাদেশ

বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ব সময়সীমা ২০৩১ সাল: প্রধানমন্ত্রী

আগামী ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার চাঁদপুরের চরভাঙ্গা এলাকায় বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।’প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুটি করে কাব স্কাউট,রোভার স্কাউট চালু করতে সব রকমের সহায়তা দেব। স্কাউটের উন্নয়নের জন্য প্রতিটি জেলায় অবকাঠামোগত উন্নয়ন করা হবে।’শেখ হাসিনা বলেন, ‘স্কাউটস শতাব্দী ভবন নির্মাণ ও স্কাউটিং সম্প্রসারণের জন্য ১২২ কোটি টাকার প্রকল্প চলমান আছে।

জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রর জন্য ৯৫ একর বনভূমি ব্যবহারের অনুমতি দিয়েছি। বিভিন্ন জেলায় ও অঞ্চলে স্কাউট ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের ছেলেমেয়েরা যাতে সুশিক্ষা পায়,তাদের মনমানসিকতা যেন ইতিবাচক হয়,তারা যেন সৃষ্টিশীল হয়,সেজন্য আমরা কাজ করছি।’তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,‘যোগ্য হয়ে গড়ে উঠতে হবে দেশের জন্য,মানুষকে ভালোবাসতে হবে,দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষ এবং জীবজন্তু থেকে শুরু করে সকলকেই ভালোবাসতে হবে। দেশকে ভালোবেসে কাজ করতে হবে। কোনো মানুষ অশিক্ষার অন্ধকারে থাকবে না,না খেয়ে থাকবে না,গৃহহীন থাকবে না,প্রতিটি মৌলিক চাহিদা পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে তোমরাই এ কাজ এগিয়ে নিয়ে যাবে।’এদিকে চাঁদপুরের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন,‘আমি হেলিকপ্টারে করে আসার সময় এখানকার জায়গাগুলো দেখেছি। হাইমচর অঞ্চলটি পছন্দ হয়েছে। এখানে আমরা একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবো। এখানকার মানুষ কাজের সুযোগ পাবে,সঙ্গে একটি পর্যটন কেন্দ্র হবে,নৌ ভ্রমণের জন্য স্পট বানানো হবে।’

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.